রোনাল্ডোর গোলে শেষ হাসি হাসল পর্তুগাল

IMG-20250605-WA0154

আবার উয়েফা নেশন্‌স লিগের ফাইনালে উঠল পর্তুগাল। ২০১৯ সালে প্রথম বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল তারা। ট্রফিও জিতেছিল। ছয় বছর পর আবার ট্রফির লড়াইয়ে নামবে তারা। বুধবার রাতে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। গোল করে দেশকে জিতিয়েছেন ৪০ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথমার্ধে পর্তুগালের উপর দাপট দেখিয়েছে জার্মানিই। ঘরের মাঠ মিউনিখে খেলতে নেমেছিল তারা। একাধিক বার গোলের সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি জার্মানি। নেপথ্যে পর্তুগালের গোলকিপার দিয়োগো কোস্তা। চার মিনিটের মাথায় লিয়ন গোরেৎজকার শট বাঁচান তিনি। এর পর কাছ থেকে নিক উল্টারমেডের শট আটকান। আবার গোরেৎজকার একটি প্রয়াস বাঁচিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। জোশুয়া কিমিখের পাস থেকে গোল করেন ফ্লোরিয়ান উইর্ৎজ। তখনও বোঝা যায়নি পর্তুগাল ম্যাচে ফিরতে পারে। ৬৩ মিনিটের মাথায় একাই ৩৫ গজ দৌড়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ফ্রান্সিসকো কনসিসাও। রোনাল্ডো গোল করেন ঠিক পাঁচ মিনিট পর। বাঁ দিক থেকে আসা নুনো মেন্দেসের পাস গোলে ঠেলে দেন তিনি। সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল জার্মানি। করিম আদেয়েমির শট লাগে পোস্টে। জার্মান গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন শেষ পর্বে একটি দারুণ সেভ করে পর্তুগালের জয়ের ব্যবধান বাড়তে দেননি।

শেষ বার ২০০০ সালে জার্মানিকে হারিয়েছিল পর্তুগাল। ২৫ বছর পর আবার জিতল তারা। প্রথম বার জার্মানির মাটিতে তাদের হারাল। ২৫ বছর আগে জার্মানিকে হারানোর সেই ম্যাচে সের্জিয়ো কনসিসাও হ্যাটট্রিক করেছিলেন। বুধবার তাঁর ছেলে ফ্রান্সিসকোও জার্মানির বিরুদ্ধে গোল করলেন। ম্যাচের পর রোনাল্ডোর প্রশংসা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস। বলেছেন, “যারা রোজ উন্নতি করতে চায়, শক্তিশালী হয়ে চায়, সেরাটা দিতে চায় তাদের কাছে রোনাল্ডো একটা উদাহরণ। গোটা দলের মধ্যে ওর খিদে ছড়িয়ে দিয়েছে।” গোল করার পর উচ্ছ্বাসের ছবি পোস্ট করে রোনাল্ডো সমাজমাধ্যমে লিখেছেন, “এগিয়ে চলো পর্তুগাল।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement