শিলিগুড়িতে কলেজে ঢুকতে দেওয়া হবে না কোন বহিরাগতদের

IMG-20250705-WA0083

শিলিগুড়ি: শিলিগুড়িতে এবার কলেজের ঢোকা নিষিদ্ধ হতে চলেছে বহিরাগত ছেলেদের। বিশেষ করে যারা পাস করে বেরিয়ে গেছে তারা এসে আড্ডা মারছে, এবং ঘটে যাচ্ছে একের পর এক দুর্ঘটনা। সাম্প্রতিক কস বা কাণ্ড তাদের মধ্যে অন্যতম। এইসব ঘটনাকে সামনে রেখে, এবং মাথায় রেখে খুব সম্ভবত এই সিদ্ধান্ত নিতে পারে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। বিশেষ করে রাত্রে বেলায় ঘটে চলেছে বা ঘটে যায় একের পর এক দুর্ঘটনা। সেটার কথা মাথায় রেখে খুব সম্ভবত এই সিদ্ধান্ত নিতে চলেছে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। বহিরাগতদের আড্ডা এবারে নিষিদ্ধ করা হবে। কারণ দুর্ঘটনার পরে বিতর্ক তৈরি হয় ওই কলেজকেই নিয়ে। তাই আপাতত বন্ধ থাকবে বহিরাগত কলেজে প্রবেশ, হ্যাঁ কলেজ পড়ুয়ারা বাইরে এসে গল্প করতে পারে। সমস্যা নাই কিন্তু বহিরাগতদের কোনভাবেই কলেজের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত কার্যকরী হলে শহর শিলিগুড়ি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে খুব সম্ভবত। তবে সেটা কার্যকরী হবে কি হবে না, সেটা বুঝতে আপাতত সময়ের অপেক্ষা।

About Author

Advertisement