৬ ও ১১ নভেম্বর ভোট বিহারে, ফলঘোষণা ১৪ তারিখ

ec85

দু’দফায় হতে চলেছে বিহারের বিধানসভা ভোট। আগামী ৬ নভেম্বর হবে প্রথম দফার ভোট। আর ১১ নভেম্বর হবে দ্বিতীয় দফার ভোট। সোমবার সাংবাদিক সম্মেলন করে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ১৪ নভেম্বর হবে ভোটগণনা।প্রসঙ্গত, বিহারে বর্তমান বিধানসভার মেয়াদ ২০২৫ সালের ২২ নভেম্বর শেষ হবে। তার আগেই জানা যাবে কার হাতে গেল পাটনার মসনদের রাশ।  প্রথম দফার নির্বাচন হবে নভেম্বরের ৬ তারিখ। প্রথমে ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০ অক্টোবর সেই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। তা যাচাইয়ের জন্য ১৮ তারিখ অবধি সময় পাওয়া যাবে। প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় দফার নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ১২২টি বিধানসভা কেন্দ্রে। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ অক্টোবর। ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। জ্ঞানেশ কুমার  জানিয়েছেন, বিহার নির্বাচনের পাশাপাশি আগামী ১১ নভেম্বর সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আটটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। সেগুলিরও ভোটগণনা হবে ১৪ নভেম্বর। জ্ঞানেশ বলেন, ‘‘বিহার নির্বাচন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই আসন্ন নির্বাচনের জন্য বিহারে মোট ৮.৫ লক্ষ আধিকারিককে নিযুক্ত করা হয়েছে।’’ জ্ঞানেশ বলেন, ‘‘২৫০টি ভোটকেন্দ্রে পুলিশ টহল চলবে। টহলের জন্য ঘোড়া থাকবে। সমস্ত কেন্দ্রে ডেস্ক, র‍্যাম্প এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক থাকবেন। ৮৫ বছরের বেশি বয়সি ভোটারদের জন্য বাড়িতে ভোট দেওয়ার সুবিধা থাকবে।’’ প্রসঙ্গত, নতুন করে এসআইআর হওয়ার পর প্রথম বিহারে হতে চলেছে নির্বাচন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জানান, বর্তমানে বিহারে মোট যোগ্য ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭.৪২ কোটিতে। ভোটার তালিকায় যাদের নাম নতুন করে জুড়েছে বা যাদের নাম বা ঠিকানা পরিবর্তন হয়েছে, তাদের ১৫ দিনের মধ্যে নতুন এপিক কার্ড দেওয়া হয়েছে। এখনও নাম বাদ থাকলে তা যুক্ত করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। নমিনেশন শুরু হওয়ার ১০ দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় উপযুক্ত নথি পেশ করে নাম তোলা যাবে। বিহারের পরে গোটা দেশের এস আই আর হবে বলে ফের ঘোষণা করলেন জ্ঞানেশ কুমার। এখানেই শেষ নয়, জ্ঞানেশ কুমার জানিয়েছেন, নয়া নিয়ম অনুযায়ী, বিহার নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ১,২০০ জন ভোটার থাকতে পারবেন। এ বার মোট ৯০ হাজার ৭১২টি পোলিং স্টেশন থাকছে। এর মধ্যে ১০৪৪ মহিলা পরিচালিত পোলিং স্টেশন থাকছে। বয়স্ক ভোটারদের কথা ভেবে গ্রাউন্ড ফ্লোরেই পোলিং স্টেশন করার কথা বলা হয়েছে। তবে র‌্যাম্প, লিফটের ব্যবস্থা থাকলে দ্বিতীয় তলাতেও পোলিংয়ের ব্যবস্থা রাখা যেতে পারে। এ ছাড়া প্রথম বার বিহার নির্বাচনেই প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য থাকবেন একজন জেনারেল অবজার্ভার। থাকবেন ৩৮ জন পুলিশ অবজার্ভার।উল্লেখ্য, ২৪৩ আসনে বিহার বিধানসভায় এতদিন একাধিক দফাতেই হয়ে এসেছে ভোটগ্রহণ। ২০২০ সালের নির্বাচনও তিন দফায় হয়েছিল। সে বার ২৮ অক্টোবর ৭১টি আসনে, ৩ নভেম্বর ৯৪টি আসনে এবং ৭ নভেম্বর ৭৮টি আসনে ভোটের দিন ধার্য করা হয়েছিল। ফলাফল ঘোষণা হয় ১০ নভেম্বর। ২০১৫ সালে পাঁচ দফায় ভোটগ্রহণ হয়েছিল বিহারে।

About Author

Advertisement