২১ একুশে জুলাই এর সমর্থনে মিছিল গৌতম দেবের

IMG-20250714-WA0085

শিলিগুড়ি: আর বেশি দেরি নেই , একুশে জুলাই এর প্রস্তুতি শুরু করে দিয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। মেয়র গৌতম দেব গতকাল রাতে একুশে জুলাই এর সমর্থনে এক বিশাল মিছিল করলেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং সমর্থকেরা। মেয়রে এদিন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর প্রস্তুতি নিতে বলেছেন সবাইকেই। আমাদের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের আমি অনুরোধ করব, বা অনুরোধ জানাবো তা যেন একুশে জুলাইয়ের সমর্থনে মিথিলে যোগ দেন। বলে কর্মীরাই সম্পদ কর্মীদের দিয়েই তৈরি হচ্ছে যেকোনো দল। তাই একুশে জুলাই এর জন্য দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আলাদাভাবে প্রস্তুতি নেওয়া হল। আমাদের সবাইকে আগামী একুশে জুলাই সমর্থন করে এগিয়ে যেতে হবে। প্রচন্ড গরমের জন্য দিনে মিছিল না করে রাত্রের বেলা মিছিল করা সিদ্ধান্ত নিয়েছেন মেয়র গৌতম দেব। জানালেন রোগের মধ্য এতটা হাঁটা সম্ভব নয়, তাই রাতেই মিছিল হচ্ছে।

About Author

Advertisement