ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হারল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও মিচেল স্টার্কের দাপটে প্রত্যাশামতো রান করতে পারেনি প্যাট কামিন্সের হায়দরাবাদ। ১৮.৪ ওভারে ১০ উইকেটে ১৬৩ রান করে তারা। জবাবে ১৬ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান দিল্লির। ব্যাট হাতে একা লড়লেন অনিকেত বর্মা। লড়াকু ইনিংস খেলেন অনিকেত বর্মা। ৪১ বলে ৭৪ রান করেন তিনি। ১২৩ রানে ৭ উইকেট হারানোর পরও অনিকেত ২২ গজের এক দিক আগলে রেখেছিলেন। শেষ পর্যন্ত তাঁকে আউট করেন কুলদীপ যাদব। এই ম্যাচে বল হাতেও চেষ্টা করলেন আর এক তরুণ ক্রিকেটার জীশান আনসারি। আইপিএলে প্রথম ম্যাচেই নিলেন ৩ উইকেট। তবে শেষরক্ষা হলো না। অনিকেত ছাড়া হায়দরাবাদের হয়ে দুই অঙ্কের রানে পৌঁছেছেন শুধু ট্র্যাভিস হেড এবং হেনরিখ ক্লাসেন। জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয়ের দরজায় পৌঁছে গেল দিল্লি। দুই ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং ফ্যাফ ডুপ্লেসি আগ্রাসী মেজাজে শুরু করেন। ওপেনিংয়ে ৮১ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। দুরন্ত হাফ সেঞ্চুরি করলেন ফাফ ডু প্লেসি। শেষে নেমে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ জেতান অভিষেক পোড়েল এবং ত্রিস্তান স্টাবস। ১৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন অভিষেক।









