স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

IMG-20250428-WA0268

মালদা: বৌদির সাথে পরকীয়া। প্রতিবাদ করায় নিজের স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার ভেস্টপাড়া এলাকায়। সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মৃত গৃহবধুর নাম সুচিত্রা চৌধুরী। গত সাত বছর আগে কালু চৌধুরীর সাথে তার বিয়ে হয়েছিল। গত এক বছর অভিযোলু চৌধুরী তার বৌদির সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এরই প্রতিবাদ করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। আর এই কারণেই খুন করা হয় বলে অভিযোগ।

About Author

Advertisement