স্কুলে পরীক্ষা, তার মধ্যে ‘পাড়ায় সমাধান’ বিতর্কে মেয়র গৌতম দেব

IMG-20250809-WA0087

শিলিগুড়ি: স্কুলে পরীক্ষা চলাকালিন সরকারি অনুষ্ঠান করে বিতর্কে জড়ালেন মেয়র গৌতম দেব। সোমবার পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র প্রসাদ গার্লস হাইস্কুলে রাজ্য সরকারের আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্পে হয়। সকাল ১০ থেকে শুরু হয় এই ক্যাম্প। সকাল থেকেই শিবিরে ভিড় জমে হাজার হাজার মানুষ, আসেন সরকারি আধিকারিকরাও। তবে এই শিবিরের জন্যই আজ সমস্যায় পড়ে স্কুলের ছাত্রীরা।এদিন সেই স্কুলেই ছিল সপ্তম ও অষ্টম শ্রেণির ইতিহাস ও ভূগোল পরীক্ষা। সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরকারি শিবিরের জন্য তা আধ ঘণ্টা পিছিয়ে যায়। তিনতলা স্কুল ভবনের নিচতলায় শিবির, আর দোতলা-তিনতলায় চলে পরীক্ষা। ছাত্রীরা জানায়, নিচে মাইক এবং ভিড়ের জন্য পরীক্ষায় মনোযোগে ব্যাঘাত ঘটে। ক্যাপ উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেবI তিনি বলেন, “পরীক্ষা পরীক্ষার মতোই চলছে। নিচে চলছে সরকারি সহায়তা প্রদান। তবে আগামীতে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হবে। এই খবর চারিদিকে ছড়িয়ে গেলে স্কুলের ই বদনাম হবে, জানিয়েছিলেন তিনি। এইভাবে পরীক্ষার দিনে সরকারি অনুষ্ঠান চলছে অবাক অভিভাবকএরাও। তারাও জানিয়েছেন এটা একেবারেই অনুচিত, যে দলেরই নেতা, মন্ত্রী হন না কেন, এই ধরনের কাজ করা একেবারেই উচিত নয়।

About Author

Advertisement