সেবক এর কাছে করোনেশন ব্রিজের সামনে ভূমিধস

IMG-20250616-WA0047

শিলিগুড়ি: সেবক এর কাছে করোনেশন ব্রিজের সামনে ভূমিধস। বৃষ্টির কারণে সেবকের করোনেশন ব্রিজের সামনে ভূমিধস। শিলিগুড়ির থেকে বেশ কিছু দূরে এই করোনেশন ব্রিজ। গতকাল প্রবল বৃষ্টি শুরু হয় সেবকের সামনে। প্রবল বৃষ্টির কারণে আটকে পড়ে যায় বহু গাড়ি। আটকে পড়ে যান পর্যটকেরা। আটকে পড়ে যাওয়ার কারণে লম্বা জ্যাম লেগে যায় সেবকের করোনেশন ব্রিজের সামনে। স্থানীয় মানুষরা জানিয়েছেন হঠাৎ করে এই ভূমিধস হওয়ার কারণে বহু গাড়ি আটকে পড়ে। অস্বস্তিতে পড়ে যান গাড়িতে থাকা পর্যটকেরা। ভূমিধসের কারণ ফিরে যায় বহু গাড়ি , উল্টো দিক থেকে আটকে থাকে পর্যটক বোঝাই গাড়ি।

About Author

Advertisement