সিদ্ধার্থ-জাহ্নবীর জুটিতে মুগ্ধ দর্শক

IMG-20250901-WA0199

প্রেমের গল্প ছাড়া হিন্দি সিনেমা যেন অসম্পূর্ণ। মাঝেমাঝে এমন কিছু ছবি তৈরি হয়, যা দর্শকের মধ্যে নতুন করে উন্মাদনা নিয়ে আসে। দর্শকের প্রতিক্রিয়া বলছে, সিদ্ধার্থ মলহোত্র ও জাহ্নবী কপূর অভিনীত ‘পরম সুন্দরী’ তেমনই এক ছবি। টাটকা বাতাসের মতো, উজ্জ্বল, প্রাণবন্ত। ইতিমধ্যেই ছবির ‘পরদেসিয়া’ গানটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। এই ছবি সিনেপ্রেমীদের পছন্দ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এই ছবি নতুন জুটি উপহার দিল বলিউডকে। এই প্রথম একসঙ্গে কাজ করলেন সিদ্ধার্থ ও জাহ্নবী। পর্দায় তাঁদের রসায়ন বেশ পছন্দ হয়েছে দর্শকের। ‘পরদেসিয়া’ গানে দু’জনের খুনসুটি হোক বা ‘চাঁদ কাগজ কা’ গানের বিরহ, এই জুটি মন ভরিয়েছে সবার। অর্থাৎ বলাই যায়, পরিচিত ঢঙে তৈরি এই প্রেমের ছবি নতুন জুটির সতেজ ছোঁয়াতেই মাত করেছে।

About Author

Advertisement