সামনেই নির্বাচন কর্মীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে: কমল কর্মকার

IMG-20250917-WA0135

বিধানসভা নির্বাচন এর আর besi দেরী নেই। এখন থেকে আমাদের কর্মীদের বিধানসভার জন্য তৈরী হতে হবে। বিজেপি এবং সিপিএম এখন থেকে আমাদের ঘাড়ে নিঃস্বাস ফেলছে, উত্তরবঙ্গতে যেনতানো প্রকারে বিজেপি জিততে তৈরী, আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করেন তাই তিনি মানুষের জন্য কাজ করে যেতে চান, সেই নির্দেশ তিনি আমাদের সবাইকে দিয়েছেন, আমাদের উচিত সবাই সমস্ত বিভেদ ভুলে গিয়ে দলের জন্য কাজ করে যাওয়া। তৃণমূলের উচিত সবাইকে এক সাথে নিয়ে কাজ শুরু করা। বিধানসভা নির্বাচন এ লড়াই প্রচন্ড কঠিন, তাই হালকাভাবে সব কিছু নিলে দল ভুল করবে। প্রতিপক্ষকে দুর্বল ভাবা একেবারে বোকামীর লক্ষন। তাই সজাগ এবং সতর্ক হয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। এবং সেটা করতে হবে এখনই, জানালেন কমল কর্মকার।

About Author

Advertisement