সংকোশ নদীতে নেমে যুবকের মৃত্যু

IMG-20250428-WA0267

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের অসম-বাংলা সীমানার মাঝেরডাবরির বিষ্ণুনগর কলোনি এলাকায় সংকোশ নদীতে ডুবে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম কানাই সাহা(১৮)। বুধবার মাঝেরডাবরির বিষ্ণুনগর কলোনি এলাকায় সংকোশ নদীতে স্থান করতে নেমে কানাই তলিয়ে যায়। তাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক কানাইকে মৃত বলে ঘোষণা করেন। এদিন কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত করায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কানাইযের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

About Author

Advertisement