শিলিগুড়ি: দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট আজ শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার উদ্যোগে দার্জিলিং জেলার শিলিগুড়িতে চা শিল্প ও সিনকোনা বাগান–সংক্রান্ত স্বার্থান্বেষী পক্ষদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন।
বিস্ট সামাজিক মাধ্যমে জানান, আজকের আলোচনায় চা শিল্প ও সিনকোনা বাগানকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করা এবং শ্রমিকদের অধিকার রক্ষার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ স্পষ্টভাবে উঠে এসেছে।
তিনি বলেন, দশকের পর দশক ধরে ভারতের পাহাড়ি অঞ্চলের প্রথম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই ঐতিহাসিক চা বেল্টের শ্রমিকরা এখনও উপনিবেশিক যুগের পুরনো শ্রমব্যবস্থার কারণে ভোগান্তি পোহাচ্ছেন। বিস্টের অভিযোগ, টিএমসি সরকার শ্রমিকদের সম্মানজনক মজুরি, পৈতৃক জমিতে পারজা পট্টা অধিকার এবং মৌলিক সুবিধা প্রদান করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, বন্ধ বাগান, সময়মতো মজুরি না পাওয়া, পেনশন ও আইনসিদ্ধ সুবিধা বঞ্চনার কারণে আজ হাজার হাজার শ্রমিক চরম সংকটে রয়েছেন।
সাংসদ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দার্জিলিং পাহাড়, তরাই ও দোয়ার্স অঞ্চলের চা ও সিনকোনা শ্রমিকদের জীবনমান রূপান্তরের লক্ষ্যে চারটি নতুন শ্রমসংহিতা প্রবর্তন করেছে।
কোড অন ওয়েজেস (মজুরি সংহিতা) ন্যায্য ও মর্যাদাপূর্ণ মজুরি, সময়মতো প্রদান, নারী–পুরুষ সবার জন্য সমান মজুরি এবং অতিরিক্ত ‘ইন-কাইন্ড’ কাটছাঁট কমানোর মাধ্যমে এই অবিচার সরাসরি দূর করবে বলে বিস্ট উল্লেখ করেন।
তিনি সামাজিক মাধ্যমে আরও লেখেন, “মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন সংহিতার অধীনে কোনো শ্রমিককে জাতীয় ন্যূনতম মজুরি (ন্যাশনাল ফ্লোর ওয়েজ) এর নিচে মজুরি দেওয়া যাবে না, এবং পশ্চিমবঙ্গ সরকারকেও এটি বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। সোশ্যাল সিকিউরিটি কোড (সামাজিক সুরক্ষা সংহিতা) ভবিষ্যনিধি, স্বাস্থ্যবিমা, ইএসআইসি সুবিধা, মাতৃত্বকালীন সুবিধা, পেনশন এবং দুর্ঘটনা–বিমা ইত্যাদির পরিধি শ্রমিকদের কাছে সম্প্রসারিত করে।”
সাংসদ বিস্ট জানান, অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড বাগানের বাসস্থান ও কর্মপরিবেশে উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স কোড শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে।
এছাড়া শ্রমিকদের অনুরোধে দার্জিলিংয়ে অদূর ভবিষ্যতে একটি শ্রম আদালত স্থাপনের আশ্বাস মন্ত্রী দিয়েছেন বলে বিস্ট জানান।
মন্ত্রী শ্রমিক ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাঁদের উদ্বেগ সরাসরি শোনার জন্য সময় দেওয়ায় সাংসদ তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে, সকল শ্রমিকের জন্য সম্মানজনক মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং উন্নত জীবনযাপনের মান নিশ্চিত করতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ, বলে সবাইকে আশ্বস্ত করেন সাংসদ বিস্ট।









