শেষ হলো এসএসসি পরীক্ষা মিশ্র প্রতিক্রিয়া সকলের

ssc-recruitment-exam-rules

শিলিগুড়ি: পরীক্ষা দিতে এসে নানান সমস্যা। কেউ অভিযোগ করেছেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। কেউ বলছেন ঠিক ঠাক দেখা হয় নি কোনো কিছু। অনেকেই জানিয়েছেন এতো গুরুত্বপূর্ণ পরীক্ষা অথচ নিরাপত্তা ব্যবস্থা ঢিলেধালা। আজকে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়ে পরীক্ষা দিতে আসা ছেলেমেয়েদের উত্তর এই একটাই। আজকে পরীক্ষা তাই অন্যান্য শহরের মতন শিলিগুড়ি তৈরী হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিতে এসেছেন ছেলে মেয়ে রা। দশটার মধ্যে তৈরী হয়ে সবাই পৌঁছে যান পরীক্ষা কেন্দ্রে। দেড় ঘন্টার পরীক্ষা। তাই অভিভাবক এরাও বাইরে অপেক্ষায় থাকলেন। অনেকের মনে একটু ভয় ছিল, তবে অনেকেই জানিয়েছেন সব মিটে গেছে ভালোভাবে। এবারে শিলিগুড়িতে বাইরে থেকে প্রচুর ছাত্রছাত্রী এসেছিলো। সব মিলিয়ে শিলিগুড়ি পরীক্ষা নিয়ে সফল বলা যেতে পারে।

About Author

Advertisement