শিশুদের ছোট থেকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক, ঘোষণা ফরনবিশের

IMG-20250603-WA0382

মুম্বাই: অপারেশন সিঁদুরের পর শিশুদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করতে বড় পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসে ঘোষণা করে দিলেন, দেশভক্তি, নিয়মানুবর্তীতা ও শারীরিক অনুশীলনের অভ্যাস তৈরি করতে রাজ্যের স্কুলগুলিতে প্রথম শ্রেণি থেকেই সেনা প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্র সরকারের এই উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ”স্কুলে প্রথম শ্রেণি থেকেই পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা ও তাদের শৃঙ্খলাপরায়ণ করতে পড়ুয়াদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর জন্য দেশের অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সাহায্য নেওয়া হবে। এই নিয়ম কার্যকর হলে পড়াশুনোর পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।” এই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে ইতিমধ্যেই সরকার বেশ কয়েক কদম এগিয়ে গিয়েছে বলেও জানান মন্ত্রী।শিবসেনা নেতা তথা মন্ত্রী দাদা ভুসে বলেন, প্রাথমিক সামরিক প্রশিক্ষণে যাতে কোনও খামতি না থাকে তার জন্য ক্রীড়া শিক্ষক, এনসিসি, স্কাউটসের পাশাপাশি আড়াই লক্ষ প্রাক্তন সেনা কর্মীকে স্কুলে নিয়োগ করবে সরকার। ইতিমধ্যেই এই প্রস্তাব মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের কাছে পেশ করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী এই প্রকল্পে বেশ উৎসাহী। তিনিও চান যত দ্রুত সম্ভব রাজ্যের স্কুলগুলিতে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ চালু করা হোক।

About Author

Advertisement