শিলিগুড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের বৃক্ষরোপণ

IMG-20250801-WA0086

শিলিগুড়ি: আর শিলিগুড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের ছিল বৃক্ষরোপণ। মেয়র গৌতম দেব এই ওয়ার্ডের কাউন্সিলর। এবং তিনি প্রধান উদ্যোক্তা, আজ সকালে তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের বৃক্ষরোপণ অনুষ্ঠান শুরু করে জানালেন, বর্তমানে আবহাওয়া বদলে গিয়েছে, প্রচুর গরম পরে এখন। শিলিগুড়ি আর আগের জায়গার মতো নেই। বেড়েছে মানুষ, বেড়েছে বিল্ডিং। এই প্রচন্ড গরম থেকে একমাত্র মানুষকে রক্ষা করতে পারে গাছ। সবাই জানি আমরা “একটি গাছ একটি প্রাণ” তাই এই কথা মনে রেখেই আমাদের সবাইকে অন্তত এক দুটো করে গাছ লাগাতেই হবে। মেয়র গৌতম দেব আজকে নিজেই গাছ লাগান। যার সাথে সাথে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা কর্মীরা। মেয়র জানান শুধু আজকে হয়ে গেলেই হবে না, আমাদের এই কাজ করে যেতে হবে, তবেই গরম থেকে বাঁচবো আমরা। জানিয়ে দিলেন তিনি।

About Author

Advertisement