শিলিগুড়ি থেকে বালিগঞ্জ অনেকটাই কঠিন পথ: সুকুমার ভাদুড়ী

IMG-20250825-WA0079

শিলিগুড়ি: প্রায় ৪০ বছর ধরে পূজো করছেন তিনি, শিলিগুড়ি শহরের  পুরনো বাসিন্দা সুকুমার ভাদুরি যেন এখনো তরুণ। আজকে শিলিগুড়ি তো কালকে কলকাতা, এতদিন শিলিগুড়িতে পূজো করে এসেছেন তিনি এবার ডাকে এসেছে সুদূর কলকাতা থেকে। স্বাভাবিকভাবেই  উৎসাহিত এবং উত্তেজিত তিনি, জানালেন  মা তো সব জায়গায় সমান, তবুও বালিগঞ্জের মত জায়গাতে  পুজো করবার আমন্ত্রণ পেয়েছি এটাতো আমার পুরোহিত জীবনকে  অনেকটাই প্রতিষ্ঠা দিল। আমি পুজো করেছি, বিভিন্ন জায়গায়, নানা জায়গায়  কিন্তু যখন এই খবরটা আমি পেয়েছি আমি উত্তেজিত। এখন মায়ের আশীর্বাদ, পুজোটা যদি আমি ভালোভাবে করতে পারি  এটাই আমার কাছে অনেক। ভেবে নেবো মা আমাকে আশীর্বাদ করলেন। সুকুমার ভাদুরি আরো জানালেন, একেবারে তিলোত্তমা কলকাতায়  তাও বালিগঞ্জের মত জায়গাতে আমি পূজো করবো, দুর্গা মায়ের পুজো। এটা ভাবতেই আমার সারা শরীরে শিহরণ জেগে যাচ্ছে। দুর্গাপূজো অনেক বড় পুজো, অনেক সময় লাগে  মন শরীরকে শান্ত করে পুজো করতে হয়। আর আমি সেই প্রস্তুতি নিচ্ছি, জানালেন সুকুমার ভাদুড়ি। আর ৪২ দিন পরে পুজো, আমি আস্তে আস্তে নিজেকে তৈরি করছি, ভালোভাবে পুজো করতে পারব এই আত্মবিশ্বাস তো আছেই আমার মধ্যে, বাকিটা মা দুর্গার আশীর্বাদ  এটা তো দরকার জানালেন প্রায় ৭০ বছর বয়সী সুকুমার ভাদুরি। 

About Author

Advertisement