শিলিগুড়ির খালপাড়া থেকে ব্রাউন সুগার সহ আটক এক মহিলা

rights-of-an-arrested-person-in-india

শিলিগুড়ি: শিলিগুড়ির খালপাড়া থেকে ব্রাউন সুগার সহ আটক মহিলা। তার নাম দিপালী সাহা তিনি মালদা শহরে থাকতেন। অন্যদিকে সে শিলিগুড়িতে বাড়ি ভাড়া করে থাকতো বলে জানা গেছে। ভালোই টাকা-পয়সা উপার্জন করছিল ওই মহিলা এর আগেও সে বিভিন্ন ধরনের নেশা যত সামগ্রিক সাথে বিভিন্নভাবে জড়িয়ে ছিল। তাকে জেরা করে জানা গেছে তার আগে অবৈধ কাগজপত্র লেনদেনের ব্যবসা ছিল। বিভিন্নভাবে কাগজপত্র তৈরি করে দিত সে বিনিময় মোটা পাওনা টাকা আদায় করতে সে। এই কাজে সে এলাকার বেকার যুবক দের নিযুক্ত করতো। তাদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে সে কাজ উসুল করে নিতো। তার কাছ থেকে আরও জানতে পারা গেছে এর আগে ফুলবাড়িতে বিভিন্ন ধরনের অবৈধ মোবাইল সিম কার্ডের ব্যবসা করতো। এই ব্যবসা সে ছেড়ে দিয়েছিল। তারপর থেকে সে ব্রাউন সুগারের ব্যবসা শুরু করে। আপাতত সে পুলিশের হেফাজতে আছে।

About Author

Advertisement