‘শহরের উষ্ণতম দিনে ২’ ছবি ঘিরে ধোঁয়াশা তুঙ্গে

IMG-20250305-WA0321

২০২৩ সালে মুক্তি পেয়েছিল অরিত্র সেন পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’। এই ছবির হাত ধরেই বড় পর্দায় ফিরেছিলেন ধারাবাহিকের জনপ্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায়-শোলাঙ্কি রায়। এবার আবারও এই ছবির সিক্যুয়েল নিয়ে ফিরতে চলেছেন এই জুটি।আসতে চলেছে ‘শহরের উষ্ণতম দিন ২’। ‘অনিন্দিতা’ ও ‘ঋতবান’ জীবনের গতি কোন দিকে বাঁক নিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করেই বোনা হচ্ছে ছবির গল্প। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল রাহুল দেব বসু ও অনামিকা চক্রবর্তীকে। ছবির সিক্যুয়েলে তাঁরাও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে শুরু হবে ছবির শুটিং। কিন্তু এই বিষয়ে কী বলছেন নায়ক-নায়িকা?বিক্রম চট্টোপাধ্যায় বলেন, “এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি।

প্রাথমিক স্তরে কথাবার্তা হয়েছে। তবে চিত্রনাট্য এখনও তৈরি হয়নি।” অন্যদিকে, শোলাঙ্কি খানিকটা অবাক হয়েই বলেন, “যদি সত্যিই এই ছবির সিক্যুয়েল আসে, তাহলে খুব ভাল হয়। আপাতত আমাকে এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।”

About Author

Advertisement