‘লভ অ্যান্ড ওয়ার’-এ আইটেম নম্বরে প্রিয়াঙ্কা

IMG-20250804-WA0150

বলিউডে বহু বছর পরে এমন প্রেমের গল্প! প্রেম, বিরহ আর হৃদয়ের যন্ত্রণার এক আবেগঘন অন্বেষণ—মোহিত সুরি পরিচালিত ‘সইয়ারা’ বক্স অফিসে যেন আবেগের ঝড় তুলেছে। আহান পাণ্ডে ও অনীত পাড্ডা-র অভিষেক ছবি হলেও, এই নতুন জুটির অনবদ্য রসায়নে মন কেড়েছেন দর্শকরা। মুক্তির ১৭ দিনের মাথায় ছবিটি ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে।বক্স অফিসে ‘সইয়ারা’-র বাজিমাতসিনেমা রিলিজ: ১৮ জুলাই, ২০২৫
১৭তম দিন (৩ আগস্ট): ৮ কোটি টাকার আয়মোট আয় (১৭ দিনে): ২৯৯.৭৫ কোটি – সূত্র: স্যাকনিল্ক
গত রবিবার (৩ আগস্ট), তৃতীয় সপ্তাহেও ছবিটির গড় হিন্দি দর্শক উপস্থিতি ছিল এই প্রবণতা প্রমাণ করছে যে ‘সইয়ারা’-র প্রতি দর্শকের ভালবাসা এখনও অটুট।‘সইয়ারা’ শুধুই প্রেমের কাহিনি নয়, এটি ভালোবাসা, বিচ্ছেদ এবং জীবনসংগ্রামের এক আবেগময় আখ্যান।বলিউড ও ছোট পর্দার পরিচিত মুখ অঙ্কিতা লোখান্ডে এক হৃদয়ছোঁয়া এবং উদ্বেগজাগানো বার্তায় সোশ্যাল মিডিয়ায় জানালেন, তাঁর বাড়ির পরিচারিকা কান্তা দেবীর মেয়ে সালোনি এবং তার বান্ধবী নেহা, গত ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ। শেষবার তাদের দেখা গিয়েছিল মুম্বইয়ের ভাকোলা অঞ্চলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অঙ্কিতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক জরুরি বার্তা শেয়ার করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।তার বার্তায় অঙ্কিতা লেখেন,
“আমাদের পরিচারিকা কান্তার মেয়ে সালোনি এবং ওর বান্ধবী নেহা ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ। ভাকোলায় শেষবার দেখা গিয়েছিল। মালওয়ানি থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ নেই। ওরা শুধু পরিচারিকার মেয়ে নয়—ওরা আমাদের পরিবারের অংশ। আমরা আতঙ্কিত। মুম্বইবাসী এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, কেউ যদি ওদের সম্পর্কে কিছু জানতে পারেন, দয়া করে জানান বা নিকটবর্তী থানায় রিপোর্ট করুন।তিনি পোস্টটি ট্যাগ করেন মুম্বই পুলিশকে এবং ব্যবহার করেন হ্যাশট্যাগ মুম্বইকরস।
অনেকেই আনকিতার পোস্ট শেয়ার করে জানিয়েছেন তাঁদের উদ্বেগ। বলিউডের অলিগলিতে কান পাতলেই এখন একটা প্রশ্ন, সঞ্জয় লীলা ভানসালির ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে কি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে? একের পর এক উঠতে থাকা গুঞ্জনে শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি ‘বিশেষ নম্বর’ করতে চলেছেন প্রিয়াঙ্কা। তবে এই জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন বনশালির ঘনিষ্ঠ একজন। তাঁর কথায়, “এটা বলিউড গুঞ্জনের ইতিহাসে সবচেয়ে হাস্যকর গুজব।” আসলে কী ঘটেছিল? সূত্রের মতে, প্রিয়াঙ্কা চোপড়া ২০১৩ সালের ‘গোলিওঁ কি রাসলীলা: রামলীলা’ ছবিতে ‘রাম চাহে লীলা’ গানে পারফর্ম করেছিলেন ঠিকই, তবে সেটা ছিল এক রকম সাহায্য। কারণ, সে সময় এই আইটেম নম্বরে ঐশ্বর্য রাই বচ্চনকে নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ঐশ্বর্য পিছিয়ে আসায় বনশালির অনুরোধে গানটিতে পারফর্ম করেন প্রিয়াঙ্কা।তবে এই ‘সাহায্যের’ পিছনেও ছিল এক চুক্তি। প্রিয়াঙ্কা নাকি সেই সময় শর্ত দেন, যদি তিনি গানটি করেন, তবে পরবর্তী ছবিতে তাঁকেই নেওয়া হবে মুখ্যচরিত্রে। কিন্তু পরে বনশালি সেই প্রতিশ্রুতি রাখেননি, এবং দু’জনের সম্পর্কের মধ্যে বড় রকমের দূরত্ব তৈরি হয়।
সূত্র জানিয়েছে, তাঁদের মধ্যে একটা বড়সড় ঝামেলা হয়েছিল, সেই সম্পর্ক আর কখনও আগের মতো হয়নি। তাই ‘লভ অ্যান্ড ওয়ার’-এ প্রিয়াঙ্কা থাকছেন, এই খবর সম্পূর্ণ ভুয়ো।

About Author

Advertisement