রিয়াল ছেড়ে আসতে আনচেলত্তিকে সময় বেঁধে দিল ব্রাজিল

IMG-20250503-WA0007

মাদ্রিদ: জাতীয় দলের নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে পেতে ২৬ মে পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিনোদন ও ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, লা লিগায় এই মরশুমে রিয়াল মাদ্রিদের ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত আনচেলত্তির জন্য অপেক্ষা করতে রাজি আছে ব্রাজিল। বর্তমানে পাঁচ ম্যাচ বাকি রেখে লা লিগা টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। আর ৪ পয়েন্ট ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আগামী ১১ মে এল-ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই দল। মরশুমের লিগ টাইটেলের দৌড়ে বড় ভূমিকা রাখতে পারে এই ম্যাচের ফল। তবে আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও, মাদ্রিদ ছাড়ার প্রক্রিয়া ও আর্থিক শর্ত নিয়ে এখনো তাদের মধ্যে সমঝোতা হয়নি। এই বিষয়ে আনচেলত্তি ও মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ শিগগিরই আলোচনায় বসবেন বলে জানিয়েছে। আনচেলত্তির সঙ্গে মাদ্রিদের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনি যদি চুক্তি ভেঙে ব্রাজিলের দায়িত্ব নিতে চান, তাহলে মাদ্রিদ ব্রাজিলের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো কোচকে ছাঁটাই করলে মাদ্রিদ ছয় মাসের বেতন দেয়। তবে আনচেলত্তি স্বেচ্ছায় চলে গেলে এই অর্থ কমতে পারে। সূত্র মতে, বেতনের বিষয়ে আনচেলত্তিকে নিয়ে একটি সমঝোতার পথে হাঁটতে পারে মাদ্রিদ ও ব্রাজিল। চলতি বছরের জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে ব্রাজিল চায় ২৬ মের মধ্যে নতুন কোচ ঘোষণা করতে। অন্যদিকে লা লিগার শেষ ম্যাচ খেলতে ২৪ বা ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদ। তবে কোনো কারণে ব্রাজিলের ডাগ আউটে আনচেলত্তিকে দেখা না গেলে বিকল্প হিসেবে আল হিলালের পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে পছন্দ করে রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

About Author

Advertisement