রাজারহাটে দেহ উদ্ধার

IMG-20250615-WA0085

রবিবারের সকালে ভেড়ি থেকে উদ্ধার হল এক ব্য়ক্তির দেহ। রাজারহাট থানার ২১১ রোড হাড়োয়া খালের পাশে একটি ভেড়িতে একটি দেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। এরপর দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধারের পর জানা যায়, মৃত ব্যক্তির নাম তারাপদ মণ্ডল। খড়িবাড়ি পূর্বপাড়া এলাকায় থাকতেন বছর ৩২-এর তারাপদ।
তারাপদর পরিবার সূত্রে খবর, শনিবার রাত থেকে বাড়ি ফেরেনি তসে। এরপর রবিবার সকাল সাড়ে নটার নাগাদ দেহ ভাসতে দেখা যায় ভেড়িতে। পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপান করার পরে ভেড়ির জলে পড়ে মারা গিয়েছেন তারাপদ। এদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

About Author

Advertisement