যানজট ঠেকাতে সতর্ক কলকাতা পুলিশ

1200px-Kolkata_Police_Emblem.svg

২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশের জেরে যানজটের আশঙ্কায় আগেই উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। সভার দিন অফিস টাইমে যাতে যানজটের সমস্যা না হয়, সেই বিষয়টি সুনিশ্চিৎ করতে ইতিমধ্যেই কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। সেইমতোই আজ তৃণমূলের শহিদ সমাবেশের দিন যাতে যানজট না হয়, সেই দিকে নজর থাকবে কলকাতা পুলিশের। শুক্রবার হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলকাতা শহরে যাতে কোনও যানজট না-হয়, তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। আদালতের সেই নির্দেশ মেনেই যান নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নিয়েছে লালবাজার। আজ কোন রাস্তায়, কত ক্ষণ কী কী ট্র্যাফিক বিধিনিষেধ থাকবে, একটি বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিয়েছে পুলিশ।কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যাত্রিবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই রাস্তাগুলি হল আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি , কলেজ স্ট্রিট , ব্রাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড , বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণি।তা ছাড়া, ২১ জুলাই ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। তবে এলপিজি গ্যাস সিলিন্ডারবোঝাই গাড়ি, মাছ, মাংস কিংবা অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে শহরে ঢোকা গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকছে না। পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা এবং রাস্তায় গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় গাড়ি পার্কিং করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে।লালবাজারের তরফে এ-ও জানানো হয়েছে, ধর্মতলামুখী মিছিল যে রাস্তা ধরে যাবে, সেগুলিতে ট্রাম কিংবা অন্য কোনও যানবাহনকে রাস্তার ধারে দাঁড়াতে দেওয়া হবে না। প্রয়োজন বুঝলে পুলিশ সাময়িক ভাবে যানবাহনকে বিকল্প পথে ঘুরে যাওয়ার নির্দেশ দিতে পারে। বড় রাস্তা ধরে আসা গাড়িকে অপেক্ষাকৃত ছোট কোনও রাস্তায় ঘুরিয়ে দেওয়া হতে পারে। তবে এই সমস্ত ক্ষেত্রে পুলিশ পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। আজ শিয়ালদা থেকে মিছিল এস এন ব্যানার্জী রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা পৌঁছবে। শ্যামমবাজার থেকে মিছিলগুলি সেন্ট্রাল অ্যাভিনিউ, এস এন ব্যানার্জী রোড হয়ে পৌঁছবে ধর্মতলায়। হাওড়ার দিক থেকে আসা মিছিলগুলি যাবে ব্রেবোর্ন রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় পৌঁছবে। সমস্যায় পড়লে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে।নম্বরগুলি হল ১০৭৩, ৯৮৩০৮১১১১১ এবং ৯৮৩০০১০০০০। সব নিলিয়ে আজ তৃণমূলের শহিদ সমাবেশ নিয়ে সতর্ক কলকাতা পুলিশ।

About Author

Advertisement