যাদবপুরের মেন হস্টেলে ফের র‍্যাগিং

IMG-20250321-WA0284

ছাত্রের মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি যাদবপুরে! মেন হস্টেলেই আবার র‍্যাগিংয়ের অভিযোগ। স্নাতকোত্তরের পড়ুয়াকে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে।অভিযুক্তের বিরুদ্ধে দলবল নিয়ে, ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। ‘র‍্যাগিং-বিরোধী লিফলেট বিলি করায় আক্রোশ’,পরিবারকে দেখে নেওয়ারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, জোর করে সোশাল মিডিয়ায় পোস্ট বদলানোর অভিযোগও উঠেছে। কমিটি গড়ে তদন্তের নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনাতেও একই অভিযুক্ত, দাবি জানিয়েছেন ছাত্র। 
নির্যাতিত ওই ছাত্র জানিয়েছেন, ব্যাপারটা হয়েছে মূলত, আমি আমার এক জুনিয়রের সঙ্গে কথা বলতে যাই, মেন হোস্টেলের মধ্যে। খানিকক্ষণ কথাবাত্রার পরে, আমার ওই জুনিয়র বেরিয়েছিল কিছুক্ষণের জন্য। সে যখন ফিরে আসে, তাঁর সঙ্গেই এই পুরো দলবলটি আসে। পুরো গ্যাংটি আসে। এবং তারপরেই এটা শুরু হয়। আমি আসলে ৯ আগস্টের পর থেকেই, এই র‍্যাগিং বিষয়টা নিয়ে ক্যাম্পাসের মধ্যে সরব ছিলাম। এবং এখনও আছি। এটার কারণে, পূর্বের আক্রোশ, জমে থাকা রাগ, আমার উপর বের করার সুযোগ ওরা খুঁজছিল। এরপরে তাঁরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। সেই গালিগালাজের ডিগ্রি , আমার মা-বাবা অবধি পৌঁছে যায়। পরিবার অবধি পৌঁছে যায়।‘

About Author

Advertisement