ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্ত ব্রাজিলিয়ান মিডফিল্ডার

IMG-20250801-WA0097

রিও ডি জেনিরো: ওয়েস্ট হাম ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা চারটি ম্যাচ ফিক্সিং-সংক্রান্ত অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছেন। দীর্ঘ প্রায় এক বছরের তদন্ত শেষে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) শুক্রবার পাকেতার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেয়। ২০২৩ সালের আগস্টে শুরু হওয়া তদন্তে ২০২৪ সালের মে মাসে এফএ পাকেতার বিরুদ্ধে নিয়ম ই ৫.১ ভঙ্গের অভিযোগ আনে। অভিযোগ ছিল, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের আগস্টের মধ্যে চারটি প্রিমিয়ার লিগ ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। দোষী প্রমাণিত হলে তার ফুটবল কেরিয়ারই শেষ হয়ে যেতে পারত। অভিযোগ থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করে পাকেতা বলেন, ‘প্রথম দিন থেকেই আমি আমার নির্দোষ থাকার কথা বলে আসছি। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আমি এখন মুখে হাসি নিয়ে মাঠে ফেরার অপেক্ষায়। আমার স্ত্রী, ওয়েস্ট হাম, সমর্থক, পরিবার, বন্ধু ও আইনজীবী দলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ ২০২২ সালে রেকর্ড ৫০ মিলিয়ন পাউন্ডে ওয়েস্ট হামে যোগ দেন পাকেতা। গত মরশুমে তিনি হ্যামার্সদের হয়ে ৩৬ ম্যাচে ৫ গোল করেছিলেন।

About Author

Advertisement