মেসির উত্তরসূরি নিকো পাজ

IMG-20250817-WA0097

বুয়েনস আইরেস: সিরি আ’র নতুন মরশুমে কোমোর হয়ে মাঠে নেমেছেনে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। উদ্বোধনী ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বেশ স্বাভাবিকভাবেই উত্তর দেন তিনি। তিনি জানান, আপাতত কোমোকেই নিজের ঘর মনে করছেন তিনি। নিকো পাজ বলেন, ‘ভবিষ্যতে কী হবে কেউ জানে না। আমি এখন কোমোতে মনোযোগী। এখানেই আমি সুখী ও উচ্ছ্বসিত। সত্যি বলতে, ভবিষ্যতে কী করব জানি না, এমনকি আগামীকাল কী হবে সেটাও জানি না।’চলতি গ্রীষ্মে মাত্র ৮ মিলিয়ন ইউরো খরচ করে কোমো থেকে পাজকে ফেরানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। তবে শেষ পর্যন্ত ক্লাবটি সেই সুযোগ কাজে লাগায়নি। যদিও গুঞ্জন ছিল, এই মরশুমেই নাকি তাকে দলে ফেরাতে চেয়েছিল লস ব্ল্যাঙ্কোরা। আগামী গ্রীষ্মে আবারও একই সুযোগ আসবে রিয়ালের সামনে। তবে আগামী মরশুমে তাকে রিয়ালে ফেরাতে খরচ হবে ৯ মিলিয়ন ইউরো। আর এই মরশুমে পাজ যদি তার যোগ্যতা ও সম্ভাবনা দেখাতে থাকে, তবে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ সেই সুযোগ কাজে লাগাবে।

About Author

Advertisement