মেয়ে সানাকে নিয়ে কলকাতায় ঠাকুর দেখলেন মহারাজ

IMG-20250928-WA0112

শহরজুড়ে পুজোর আমেজ। ষষ্ঠীর সকাল থেকে চারিদিক জমজমাট। ইতিমধ্যেই দর্শনার্থীরা ঠাকুর দেখতে বেরিয়ে পরেছেন। বাদ যাননি বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মেয়ে সানাকে নিয়ে তিনি সারলেন প্রতিমা দর্শন। ষষ্ঠীর সকালে মহারাজ তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে নেন। সেখানে একটি ভিডিয়ো এবং একটি ছবি দেখা যায়। ভিডিয়োয় দেখা যায় দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মন্ডপ বালিগঞ্জ কালচারালের মন্ডপের মধ্যে ঢাক বাজছে। তার পরের ছবিতেই মেয়ে সানার সঙ্গে দেখা মেলে দাদার। তাঁর পরনে ছিল একটি সাদা রঙের টি-শার্ট। তাঁর সঙ্গে রংমিলান্তিতে ধরা দিয়েছিলেন মেয়ে সানা। তিনিও সাদা রঙের কুর্তি পরেছিলেন। কানে হালকা একটি দুল পরেছিলেন। মুখে মেকআপ ছিলই না। একেবারে ন্যাচেরাল লুকে ধরা দেন সানা। মেয়েকে নিয়ে পুজো পরিক্রমা সারেন মহারাজ। ছবি ও ভিডিয়োটি পোস্ট করে দাদা ক্যাপশনে লেখেন, ‘মা দুর্গা, খুবই শক্তিশালী, খুবই সুন্দর। বাংলায় পুজোই হল সেরা সময়।’ তবে এই ফ্রেমে দেখা মেলেনি ডোনা গঙ্গোপাধ্যায়ের। সৌরভ গঙ্গোপাধ্যায় এই ছবিটি শেয়ার করতেই তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘জয় মা দুর্গা, কী সুন্দর ছবি।’ আর একজন অনুরাগী লেখেন, ‘শুভ শারদীয়া।’ 

About Author

Advertisement