মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন যোগী

IMG-20250415-WA0262

শুক্রবার থেকে মুর্শিদাবাদে বোমাবাজি, চরম অশান্তির ছবি দেখা গিয়েছে। একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি।
মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক জনসভায় বলেন, ‘বাংলা জ্বলছে। তা সত্ত্বেও ওখানকার মুখ্যমন্ত্রী মুখে কুলুপ এঁটে রয়েছেন। লাথো কে ভূত বাতো সে নহি মানেঙ্গে। ধর্মনিরপেক্ষতার নামে হিংসায় ইন্ধনকারীদের উপর কোনও পদক্ষেপ করা হচ্ছে না। এই সব দুষ্কৃতীদের ওষুধ ডান্ডা। যাঁদের বাংলাদেশ পছন্দ তাঁরা সেখানেই চলে যান।’
তিনি দাবি করেন, ২০১৭ সালের আগে, প্রতি ২-৩ দিন অন্তর অশান্তি হত। বিজেপি ক্ষমতায় আসার পর সেটা কমেছে। আর বিক্ষোভকারীদের ডান্ডা অর্থাৎ লাঠি দিয়ে মেরেই শান্ত করা যায় বলেই মন্তব্য করেছেন তিনি।
লখনৌয়ের অনুষ্ঠান মঞ্চ থেকে যোগী আদিত্যনাথ বলেন, ‘সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় অব্যবস্থা তৈরির চেষ্টা চলছে। বিরোধীরা ভয় পাচ্ছে বলেই এমন অশান্তি ঘটাচ্ছে।’
কংগ্রেস ও সমাজবাদী পার্টি কেন বাংলার পরিস্থিতি নিয়ে মুখ খুলছে না, সেই প্রশ্নও তুলেছেন যোগী। তাঁর দাবি, বাংলাদেশে যা হয়েছে, তাকেও সমর্থন করছে বিরোধীরা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, যদি বাংলাদেশই এত পছন্দ হয়, তাহলে সেখানেই চলে যান। ভারতের বোঝা বাড়ানোর দরকার নেই।

About Author

Advertisement