মিষ্টির দোকানে ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের অভিযান

IMG-20250819-WA0097

শিলিগুড়ি: খবরের জেরে আমবাড়ি ফালাকাটার বহুল জনপ্রিয় মিষ্টির দোকানে ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা, নমুনা সংগ্রহ করে নিয়ে গেলেন পরীক্ষাগারে। আর এই খবরে আমবাড়ি ফালাকাটা এলাকার পুরি সবজি প্রেমী মানুষের কপালে ভাজ! আশঙ্কায় !তারা এরপরে কোন দোকানে খাবেন বিশ্বাস করে উঠতে পারছেন না আর। ফোর সেফটি দপ্তরের কর্তারা জানালেন আপাতত এই মিষ্টির দোকানটিকে কিছুদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার মানুষের মাথায় একটাই চিন্তা তাদের সন্তানেরা এই দোকান থেকে খাবার খেয়েছেন, এতদিন খেয়ে এসেছেন এতদিন খেয়ে এসেছেন, তাদের কোন ক্ষতি হবে না তো। আধিকারিকরা এসে ওই দোকানের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন, এর আগেও এই ধরনের কোন ঘটনা ওই মিষ্টির দোকানে ঘটেছে কিনা বিস্তর খোঁজখবর নেন ফুড সেফটি দপ্তর এর আধিকারিকরা। আধিকারিকরা এসেছেন জেনে এলাকার মানুষ এসে ওই দোকানে ভিড় করেন। এবং বিক্ষোভে ফেটে পড়েন। তারা জানান এত নামকরা দোকানে এই অবস্থা হলে অন্যান্য দোকানের উপর কিভাবে ভরসা করবেন তারা?

About Author

Advertisement