মালদায় প্রথমবার অনুষ্ঠিত হলো তাঁতবস্ত্র মেলা

IMG-20250913-WA0099

মালদা: পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মালদায় প্রথমবার অনুষ্ঠিত হলো তাঁতবস্ত্র মেলা। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র বিভাগের সৌজন্যে মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হয় তাঁতবস্ত্র মেলা। শুক্রবার বিকেলে ফিতে কেটে এবং আম গাছের চারায় জল ঢেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক নীতিন সিংহানিয়া, দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সন্দীপ নাগ, অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ১২ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মালদা কলেজ ময়দানে চলবে তাঁতবস্ত্র মেলা। পশ্চিমবঙ্গের নদীয়া, কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম সহ বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা অংশগ্রহণ করেন তাঁতবস্ত্র মেলায়। দূর্গা পূজার আগে তাঁতের শাড়িসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রিক সুলভ মূল্য কিনতে পারবেন সাধারণ মানুষ। প্রথম বর্ষের তাঁতবস্ত্র মেলায় অনেক বেশি বিক্রি হবে বলে আশা করেন মন্ত্রী, জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা।

About Author

Advertisement