মানুষ বদলে যাচ্ছে…’, হঠাৎ পোস্ট অমিতাভের

IMG-20251026-WA0076

মুম্বই: দিওয়ালিতে পুরো পরিবারকে নিয়ে ছবি পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। বউমা ঐশ্বর্য ও ছেলে অভিষেকের দাম্পত্য নিয়ে যে গুঞ্জন রটেছিল, সেটায় আপাতত, ইতি পড়েছে। কিন্তু তাঁরই মাঝে হঠাৎ নিজের ব্লগে এমন কিছু পোস্ট করলেন অমিতাভ। যা নিয়ে এখন অনুরাগীরা ধন্দ্বে রয়েছে। হঠাৎ করে কেন মানুষের পাল্টে যাওয়া নিয়ে পোস্ট করলেন বিগ বি? অমিতাভের বয়স এখন ৮৩। জীবনের অনেকটা পথ কাটিয়েছেন তিনি। ওঠা-পড়া সব দেখেছেন। তাঁর জীবনে প্রচুর মানুষ এসেছেন। কেউ থেকেছেন। কেউ চলে গিয়েছেন। অমিতাভ তাঁর ব্লগে মানুষের চলার পথ, বদলে যাওয়া, সঙ্গে সংস্কৃতি, সমাজ বদলে যাওয়াকে এক করে ফেললেন। অমিতাভ লিখলেন, সময় বদলেছে, বিশ্ব বদলাচ্ছে। মানুষের ব্যবহার বদলে যাচ্ছে, সংস্কৃতি বদলে যাচ্ছে। যাঁরা আগে একরকম ছিল, তাঁরা আর একরকম নেই। এখানেই শেষ করেননি বিগ বি। নিজের স্মৃতিতেও ডুব দিয়েছে। আর সেই স্মৃতিতে থাকা মানুষের ব্যবহারকে সম্মান দিতে চান অমিতাভ। আর একথা বলতে গিয়েই নিজের বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতাও ব্যবহার করেছেন অমিতাভ। যা কিনা আজও তিনি জীবনের প্রতিটি অধ্যায়ে কাজে লাগিয়ে যান। মানুষের পাল্টে যাওয়া নিয়ে কথা বললেও,নতুন প্রজন্মের সঙ্গে আলাপচারিতাকেও। কিন্তু নিজের শিকড়কে ভুলতে বারণ করলেন বিগ বি। এই পোস্টের পরেই, প্রয়াত অ্যাড গুরু পীযূষ পাণ্ডে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অমিতাভ। তাঁকে মর্ডান বিজ্ঞাপনের জনক উল্লেখ করেছেন বিগ বি।

About Author

Advertisement