মানসিক অসুস্থ মহিলাকে উদ্ধার করে বাড়ি ফেরাল পুলিশ 

30-things-people-with-mental-illness-want-you-to-understand-1494002532

নববারাকপুর: নববারাকপুর থানার পুলিশ খবর পায় একজন মহিলা সোদপুর রোডে সাজিরহাট মোড়-এ উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন। সেই অনুযায়ী থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক ও বাহিনী ঘটনাস্থলে যান এবং মহিলাটিকে উদ্ধার করে তাঁকে নিরাপদ হেফাজতে রাখার জন্য থানায় নিয়ে আসে। তদন্তে পুলিশ পর্যবেক্ষণ করে জানতে পারে তিনি মানসিকভাবে অসুস্থ। দীর্ঘ জিজ্ঞাসাবাদে যথোপযুক্ত যাচাইয়ের পর জানা যায় যে তাঁর নাম জুঁই রক্ষিত (২৫), স্বামী- অসীম বর্মন, বাড়ি ঘোলা থানার নেতাজি সুভাষ নগর এলাকায়। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে রাতেই তাঁকে তাঁর স্বামীর হাতে তুলে দেওয়া হয়। পুলিশি তৎপরতায় মহিলার উদ্ধার কাজে প্রশংসা করেন পরিবারের লোকজন।

About Author

Advertisement