মাঝ চৈত্রেই দাবদাহ বাংলা জুড়ে। গরমের চোখ রাঙানিতে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত তীব্র গরমের থেকে দাপট থেকে মুক্তি পাওয়ার কোনও আশার কথাও শোনালে পারল না আবহাওয়া দফতর। ফলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন প্রবল গরমের দাপট দেখা যাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে সামগ্রিক ভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী চার দিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদীয়া-তে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ চল্লিশ ছুঁতে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুকনো আবহাওয়া। শুধু দার্জিলিং এবং উঁচু পার্বত্য এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্ষরেখা রয়েছে ওড়িশা থেকে কোমোরিন এলাকা পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ুর ওপর দিয়ে গেছে। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়। ছত্তিশগড় এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা তুলনায় দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা বেশি। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে শুক্রবারের মধ্যে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি ছিল।পশ্চিমবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি ছিল। উষ্ণতায় কাটবে ইদের দিন। আজ সোমবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সুতরাং গরমের এই অসহনীয় পরিস্থিতি থেকে এখনই মুক্তির সম্ভাবনা কার্যত নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও। রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি ছুঁয়ে ফেলতে পারে। সুতরাং সামনের কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অসহ্যকর পরিস্থিতি বহাল থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই











