ময়দান সাথী

IMG-20250426-WA0200

আইএফএ তে নথিভুক্ত সমস্ত ক্লাবগুলির (মহিলা ও নার্সারী সমেত) পাশে দাঁড়ালো ময়দান সাথী। ২০২৪ সালের ২৭ শে জানুয়ারি এই ময়দান সাথির পথ চলা শুরু হয়েছিল। এই নবগঠিত সংস্থার তরফে আগামী ১৭ ই মে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এটি আক্ষরিক অর্থই ময়দান সাথীর আত্ম সাথী প্রকল্প। ময়দানে এত বড় স্বাস্থ্যশিবির এর আগে হয়নি। খেলোয়াড়দের পাশাপাশি এই শিবিরে ক্লাবের সঙ্গে যুক্ত কর্মকর্তা এবং বিভিন্ন ক্লাবের গ্রাউন্ড স্টাফরাও স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন। এই স্বাস্থ্য শিবি র সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। যাতে ১৭ই মে স্বাস্থ্য শিবি র শুরুর আগে সংগঠকরা বুঝতে পারেন ঠিক কতজন খেলোয়াড় , কর্মকর্তা ও গ্রাউন্ড স্টাফ এই শিবিরে যোগদান করার ব্যাপারে আগ্রহী। কলকাতার চারটি বড় হসপিটাল কর্তৃপক্ষ এই স্বাস্থ্য শিবির কে সফল করতে এগিয়ে এসেছে। শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ময়দান সাথীর পক্ষে স্বরূপ বিশ্বাস। সৌরভ পাল বলেন, এই শিবিরে হৃদ রোগ বিশেষজ্ঞ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ওর পাশাপাশি উপস্থিত থাকবেন অর্থোপেডিক সার্জন। আধুনিক ক্রীড়া বিজ্ঞানকে হাতিয়ার করে কিভাবে কেরিয়ার গড়তে হবে সেই ব্যাপারে পরামর্শ দেবেন শহরের বিখ্যাত চিকিৎসকরা। আই এফ এর চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন, ময়দানের বেশ কিছু মানুষ আছে যাদের কাছে গড়ের মাঠ হল সংসার। গ্রাউন্ড স্টাফদের এই শিবিরে শামিল করতে পেরে আমরা আনন্দিত। সাংবাদিক সম্মেলনের বক্তব্য রাখেন শংকর দাস, রবিন ঘোষ, জয়দীপ মুখার্জি, শুভাশিস সরকার , মুন্না ইসলাম প্রমূখ।

About Author

Advertisement