ভেঙে পড়া ‘বিজয় বৈদ্য’ সেতু সংস্কারে তৎপর হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর

IMG-20250608-WA0252

দিনহাটা: সিতাইয়ে গিরিধারী নদীর উপর ভেঙে পড়া “বিজয় বৈদ্য” সেতু সংস্কারে তৎপর হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। দপ্তরের পক্ষ থেকে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দ্বীপজ্যোতি রায় ভেঙে পড়া সেই সেতু পরিদর্শনে যান। তার সঙ্গে ছিলেন ব্রহ্মত্তরচাত্রা অঞ্চল তৃণমূল নেতা হলধর বর্মনসহ অন্যান্যরা। উল্লেখ্য প্রায় ২৫ বছর আগে গিরিধারী নদীর উপর এই সেতু গড়ে ওঠে। বেশ কয়েক বছর ধরেই বেহাল হয়ে পড়ে। এ নিয়ে প্রশাসনের কাছে ইতিপূর্বে সংস্কারের দাবিও জানানো হয়েছে স্থানীয় এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে। তারপরেও সংস্কার না হয় গত তিনদিন আগেই সেতুটি ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়া ব্রিজ পরিদর্শনে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিক দ্বীপজ্যোতি রায় বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের নির্দেশে তিনি ভেঙে পড়া সেতু সরেজমিনে দেখতে এসেছেন। সেখানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন কে সঙ্গে নিয়ে ঘুরে দেখে তথ্য সংগ্রহ করেন। এই তথ্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জমা করা হবে। এবং মন্ত্রীর তৎপরতায় যত দ্রুত সম্ভব সেতু সংস্কারের কাজ শুরু করা হবে। যদিও সংস্কার কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোন সময় জানান নি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের ব্রহ্মত্তরচাত্রা অঞ্চল সভাপতি হলধর বর্মন বলেন, আমার সকলে চাই দ্রুত এই সেতু সংস্কার করা হোক। আর এই সেতু সংস্কারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তথা মন্ত্রী যে তৎপরতা দেখিয়েছেন তাতে তারা সকলে খুশি।
দীর্ঘদিন ধরে এই সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল। তথাপিও সেই বেহাল অবস্থায় পড়ে থাকা সেতুটি ব্যবহার করত কয়েক হাজার মানুষ। এই বেহাল সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও গত ৩রা জুন ইটবোঝাই একটি ট্রাক সেই বেহাল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় সেতুটি মধ্যখানে ভেঙে পড়ে।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, সেতুটি দ্রুত সংস্কার হলে স্থানীয়রা উপকৃত হবে।

About Author

Advertisement