ভুয়ো রেশন কার্ড তৈরির অভিযোগ

1750424696645

দিনহাটা: এক মহিলা এক ব্যক্তিকে বাবা বানিয়ে রেশন কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে রেশন তোলার অভিযোগ উঠল। দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম খন্দকার তার মেয়েদের সাথে নিয়ে বৃহস্পতিবার দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর এই অভিযোগ তোলেন। সাংবাদিকদের আলম খন্দকার জানান, অভিযুক্ত মহিলা তার নাম ব্যবহার করে তাকে নিজের বাবা দেখিয়ে রেশন কার্ড তৈরি করেছেন এবং সেই কার্ড ব্যবহার করে রেশন তুলছেন। বিষয়টি সম্প্রতি তার নজরে আসতেই তিনি সরাসরি প্রশাসনের দ্বারস্থ হন। মহকুমা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন।তিনি দাবি করেন, ঘটনার পর দেড় মাস পেরিয়ে গেলেও প্রশাসনিক স্তরে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ জানানো হয়েছে ব্লক অফিস, পৌরসভা সহ একাধিক দপ্তরে। এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আলম খন্দকার। যদিও এই ঘটনায় যেই মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই মহিলার কোনরকম প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।বিষয়টি নিয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আলম খন্দকারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

About Author

Advertisement