ভারতীয় নথি জাল করে দেশে ঢুকে গ্রেফতার ইন্দোনেশীয় মহিলা

IMG-20250906-WA0083

শিলিগুড়ি: ভারত এবং নেপাল সীমান্তে এক মহিলাকে আটক করলো  বিএসএফ। এ সময় তিনি নিজেকে ভারতীয় বলে পরিচয় দিলেও পরে তার আসল পরিচয় বের হয়ে আছে তো জাল নথিপত্রের মধ্য দিয়ে। তার নাম মিলি নাম সুসিয়াম। তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা। সন্দেহজনক অবস্থায়  ভারত নেপাল সীমান্তের  বিএসএফ জাওয়ানরা আটক করে তাকে। পরে তার কাছ থেকে এক এবং জাল কাগজপত্র পাওয়া যায়। পরে তিনি স্বীকার করে নেন  তিনি ভারতীয় নন।  আপাতত তাকে  জেরা করার জন্য নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ।

About Author

Advertisement