ভাড়াটিয়াদের নিয়ে সমস্যা মেটালেন কাউন্সিলর

93973832

শিলিগুড়ি: নিজের ভাড়াটিয়া কলেজ ছাত্রীদের অস্রাব্য ভাষায় গালাগালির অভিযোগ উঠল শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডের এক বাড়ির মাল কিনের বিরুদ্ধে। অভিযোগ টাকা পাওয়া নিয়ে প্রথমে ঝগড়া এবং পরে ওই মহিলা তার ভাড়াটিয়াদের অসভ্য ভাষায় গালাগালি শুরু করেন। ওই ভাড়াটিয়ারা সকলেই পড়াশোনা করেন, অথবা চাকরির পরীক্ষার জন্য ইন্টারভিউ দিচ্ছেন। ভাড়াটিয়াদের অভিযোগ ওই মহিলা দিনের পর দিন তাদের সাথে দুর্ব্যবহার করে চলেছেন, অথচ তারা সকলেই ঠিক সময়ে ভাড়া দেন। অন্যদিকে বাড়ির ওই মহিলা জানিয়েছেন তার কিছু পারিবারিক সমস্যা রয়েছে এই কারণে টাকার প্রয়োজন, ঠিক সময় ভাড়া না দিলে তার অসুবিধা হয়। ওই পড়ুয়া ভাড়াটিয়ারা ওই ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনার সাথে যোগাযোগ করে তার কাছে অভিযোগ করেন। পরে মিলি সিনহা নিজে ওই জায়গায় আসেন এবং দুজনের সাথেই কথা বলেন। পরে তিনি জানান ওরা সকলেই ছোট, এবং এখানে পড়াশোনা করছে ওদের কিছু সমস্যা আছে ওরা আমাকে জানিয়েছে, ওদের সাথে এইভাবে কথা বলা উচিত হয়নি। আমি পুরো বিষয়টি দেখছি, এলাকার মানুষজন জানিয়েছেন ওই বাড়িওয়ালা মহিলার ব্যবহার একেবারে জঘন্য, মুখের ভাষা ও প্রচন্ড খারাপ। সবার সাথে উনি খারাপ ব্যবহার করেন।

About Author

Advertisement