ভয়াবহ পথ দুর্ঘটনা মালদার হবিবপুরে

IMG-20240911-WA0082

শনিবার সাত সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার হবিবপুরে। বেসরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক টোটো চালকের। ঘটনার প্রতিবাদে মৃতদেহ আটকে তুমুল বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা। শনিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কেন্দপুকুর মুড়ি মিল সংলগ্ন মালদা-নালাগোলা রাজ্য সড়কে। জানা গেছে, দুর্ঘটনায় মৃত টোটো চালকের নাম সন্তোষ রায়। বয়স ৪৫ বছর। বাড়ি হবিবপুরের ‘বৈদ্যপুর অঞ্চলের মাহিভিটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন তিনি টোটো নিয়ে বাড়ির বাইরে বেড়িয়েছিলেন। সকাল ৯টা নাগাদ কেন্দপুকুর মুড়ি মিল এলাকায় রাস্তার ধারে টোটো রেখে তিনি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় পাকুয়ার দিক থেকে প্রচন্ড গতিতে আসা এক বেসরকারি বাস প্রথমে তাকে সজোরে ধাক্কা মারে। পরে তার উপর দিয়ে বাসের চাকা চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা বাধা দেয়। প্রায় এক ঘন্টার মতো মৃতদেহ আটকে রেখে বেপরোয়া গতিতে বাস চলাচলের প্রতিবাদে বিক্ষোভ দেখান। যদিও শেষমেশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

About Author

Advertisement