ভয়ানক ধস এন এইচ১০’ এ

Screenshot_20250916_165422_Gallery

শিলিগুড়ি: ভয়ংকর ধস নামল এন এইচ১০ এ। গতকাল রাতে এবং আজকে সকালে  ওই রাস্তাটিতে  প্রবল ধস নামে। ওই ধসে  রাস্তাঘাট বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল  বিপর্যস্ত হয়ে পড়ে। ধস নামার কারণে রাস্তাটি সম্পূর্ণভাবে  দু’ভাগ হয়ে গেছে। সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটকদের চলাচল। একেবারেই বন্ধ হয়ে গেছে  দুচাকা এবং চার চাকার জান চলাচল। এখনো পর্যন্ত  ধসের কোন হতা হতের খবর না থাকলেও প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে  বলে খবরের জানা গেছে। গতকাল রাতে এবং আজকে সকাল  এই এলাকা জুড়ে  প্রবল বৃষ্টি নামে। বৃষ্টির কারণে ধস নামায় আটকিয়ে যায় যানবাহন চলাচল। যদিও সেনাবাহিনী উদ্ধার কার্যকর করতে শুরু করে দিয়েছে  তবুও  ৪ থেকে ৫ দিন আগে এই কাজ শেষ হবে না বলে জানিয়েছে  সেনাবাহিনী। স্থানীয় মানুষও হাত লাগিয়েছে। তবে অন্ধকার হয়ে যাওয়ায় একেবারেই সময় পাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় মানুষ।

About Author

Advertisement