ভবিষ্যতের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ শিবির গঙ্গাসাগরে

IMG-20250421-WA0304(1)

সুন্দরবন: সুন্দরবনের বহু ছেলে মেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে দিশেহারা হয়ে পড়ে তারা কি নিয়ে পড়বে আবার বহু ছেলে মেয়ে কর্মসংস্থানের লোভে দালালচক্রের হাতে বহু টাকা খোঁয়ান।এবার এইসব ছেলেমেয়েদের কথা ভেবে এগিয়ে এলো ড্রিমস গ্রুপ অফ ইনস্টিটিউশনস। রবিবার দিন দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন একটি স্টুডেন্ট মেন্টরিং প্রোগ্রাম করা হয়। এই প্রোগ্রামে মূলত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে আলোচনা করা হয়। তারা ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে কোন পথে গেলে কর্মসংস্থান পাওয়া যাবে দালাল চক্রের হাতে পড়ে টাকা খোয়াতে হবেনা এইসব নিয়ে আলোচনা করা হয়। সাগর ব্লক এই প্রথম স্টুডেন্ট মেন্টরিং প্রোগ্রাম করা হয়। সুন্দরবনের বহু ছাত্রছাত্রীদের দালালচক্র হাতে পড়ে টাকা আর খোয়াতে হবে না। এ বিষয়ে ইউনিভার্সিটি কর্ণধাররা বলেন সুন্দরবনের বহু ছাত্রছাত্রী দালাল চক্রে হাতে পড়ে টাকা খুইয়ে ফেলে।মূলত এই বিষয় নিয়ে সচেতন করা হয়। এদিন সাগর ব্লকের সমস্ত হাই স্কুলের প্রধান শিক্ষকদের সম্বর্ধনা দেয়া হয়। প্রায় ২০০ থেকে ২৫০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে সাদবাত জানিয়েছে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক ও সাগরদ্বীপের বহু শিক্ষক।

About Author

Advertisement