ব্রাজিলে ছেলে ও জামাইকেও নিয়ে যাচ্ছেন আনচেলত্তি

IMG-20250517-WA0174

পাঁচজন ইতালিয়ান ও একজন ব্রাজিলিয়ান—ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফ এভাবেই গোছাতে শুরু করেছেন কার্লো আনচেলত্তি। প্রধান কোচ হিসেবে এ ইতালিয়ান ২৬ মে ব্রাজিলের দায়িত্ব নেবেন। রিয়াল মাদ্রিদে তাঁর সহযোগী হিসেবে কাজ করা আরও চারজন স্টাফকে নিজের সঙ্গে নেবেন আনচেলত্তি। তাঁদের পাশাপাশি গোলকিপারদের কোচের ভূমিকায় থাকবেন ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী ক্লদিও তাফারেল। গ্লোবো স্পোর্ত জানিয়েছে, আনচেলত্তি তাঁর ছেলে ও জামাইকে ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফে নিচ্ছেন।
দুজনই অবশ্য আগে থেকেই আনচেলত্তির সঙ্গে আছেন। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির সহকারীর ভূমিকায় আছেন তাঁর ছেলে দাভিদ আনচেলত্তি। গ্লোবো স্পোর্ত জানিয়েছে, আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের কোচিং স্টাফে থাকা নিশ্চিত করেছেন দাভিদ। তবে কত দিন ব্রাজিলের সঙ্গে থাকবে, তা এখনো নিশ্চিত নয়। ৩৫ বছর বয়সী দাভিদ প্রধান কোচ হিসেবে নিজের আলাদা ক্যারিয়ার শুরু করতে চান। স্কটল্যান্ডের রেঞ্জার্স থেকে প্রস্তাবও আছে তাঁর কাছে। এছাড়া ইতালিয়ান ক্লাব কোমোতেও যাওয়ার সম্ভাবনা আছে।

About Author

Advertisement