বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

IMG-20250603-WA0344

দিনহাটা: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বাসিন্দারা। দিনহাটা ১ ব্লকের আমবাড়ি এলাকার বাসিন্দারা সোমবার দিনহাটা- চৌধুরীহাট রাজ্য সড়কের আমবাড়ি এলাকায় পথ অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে।প্রশাসনের আশ্বাসে ঘণ্টা দুই এক পর অবরোধ উঠে যায়। জানা গিয়েছে,দিনহাটা ১ ব্লকের আমবাড়ি এলাকায় একটি রাস্তা দীর্ঘ বছর আগে তৈরি হয়েছিল। তারপর সেই রাস্তা কোন সংস্কার করা হয়নি। বেহাল হয়ে পড়া এই রাস্তা মেরামত না হওয়াতে চলাচল করতে গিয়ে সমস্যায় মধ্যে পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষের। রাস্তার মধ্যে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কদিনের বৃষ্টিতে সেখানে জল জমাতে আরও সমস্যা বেড়েছে বলে অভিযোগ। বেহাল রাস্তাটি সংস্কারের জন্য গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লকের বিডিও কে একাধিকবার জানিয়েও কোন কাজ না হওয়ায় এ দিন এলাকার মানুষ বাধ্য হয়ে পথ অবরোধ করে। সপ্তাহের প্রথম দিন অফিস ছাড়া গ্রীষ্মের ছুটির পর এ দিন থেকেই প্রথম স্কুলগুলি খোলে। অবরোধের খবর পেয়ে পুলিশের পাশাপাশি দিনহাটা ১ ব্লক প্রশাসনের আধিকারিকরা সেখানে যায়। তারা আন্দোলনকারী বাসিন্দাদের সঙ্গে আলোচনার পর তাদের আশ্বাসে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায়।
এ বিষয়ে এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন আগে এই রাস্তাটি তৈরি হয়েছিল। এরপর থেকে ওই রাস্তার কোনরকম সংস্কার করা হয়নি। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোন কাজ হচ্ছে না। তাইতো বাধ্য হয়ে এই অবরোধের পথে যেতে হল। অবিলম্বে এই রাস্তা সংস্কারের জন্য কোন রকম ব্যবস্থা নেওয়া না হলেও আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা।উল্লেখ্য, দিন কয়েক আগে দিনহাটা- ওকড়াবাড়ি রাস্তার হেমন্তন এলাকায় ওপর একটি রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছিলেন ওই এলাকার বাসিন্দারা। এরপর এদিন পথ অবরোধ করলো আমবাড়ি এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা বিশেষ করে মহিলারা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী এক সপ্তাহের মধ্যে এই রাস্তা সংস্কার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

About Author

Advertisement