বিয়ে নিয়ে কথা বললেন পূজা বেদী

IMG-20251022-WA0074

ভিন্‌ধর্মে বিয়ে করে বিপাকে পড়েছিলেন পূজা বেদী। ৯০-এর দশকের অতি পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী। কিন্তু ব্যবসায়ী ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে বিয়ের পরে কর্মজীবনে পিছিয়ে পড়েন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা দাবি করেছেন নিজেই। বিয়ের পরে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন পূজা। ভিন্‌ধর্মে বিয়ের জন্যই নিজে অভিনয় থেকে সরে এসেছিলেন তিনি। পূজা বলেছেন, “ফারহানকে বিয়ে করেছিলাম। ও খুবই রক্ষণশীল মুসলিম পরিবারের মানুষ। সেটে অভিনয় করতে যাচ্ছে এমন বৌকে কোনও ভাবেই ফারহানের পরিবার মেনে নিত না।” সেই সময়ে পূজার যৌন আবেদন নিয়ে চর্চা হত বলিউডে। তাঁর নামের সঙ্গে জুড়েছিল ‘সেক্স সিম্বল’, ‘সেক্সি বহু’র মতো তকমা। এই তকমাগুলি কখনওই মেনে নিতে প্রস্তুত ছিল না ফারহানের পরিবার। তাই পূজার কথায়, “তখন এটাই নিয়ম ছিল। বিয়ে করলে অভিনয় থেকে সরে আসতে হবে। এখনকার মতো বিষয়টা ছিল না। তার উপর ‘সেক্স সিম্বল’, ‘সেক্সি বহু’ এই সব তকমা গ্রহণ করার ক্ষমতা ওদের ছিল না।”

About Author

Advertisement