বিপাকে সামি

IMG-20250705-WA0112

দু’দিন আগেই মহম্মদ সামির বিবাহবিচ্ছেদ মামলায় তারকা বোলারকে খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। স্ত্রী এবং কন্যাকে মাসে ৪ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু তাতে সন্তুষ্ট নন হাসিন জাহান। সামির প্রাক্তন স্ত্রী দাবি করেন, তারকা ক্রিকেটারের লাইফস্টাইল অনুযায়ী টাকার অঙ্ক খুবই কম। এই রায়ে বেশ বিপাকে সামি।

About Author

Advertisement