বিধানসভায় শুভেন্দুর কেন্দ্রীয় নিরাপত্তার কারণ জানতে চান বিচারপতি

IMG-20250611-WA0034

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার ভেতর কেন কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন, তা এবার জানতে চাইল হাইকোর্ট। আদালত সূত্রে খবর, আগামী শুনানিতে শুভেন্দুবাবুকে জানাতে হবে।
এদিকে চার বছর ধরে বিধানসভা চত্বরে নিরাপত্তা ছাড়াই ঘোরেন শুভেন্দুবাবু। বাইরে থাকেন তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা। এবার বিধানসভা চত্বরে তাঁদের প্রবেশের অনুমতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা দায়ের হয়।
এদিকে বুধবার হাইকোর্টে শুভেন্দুবাবুর নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে বেশ কিছু প্রশ্ন করেন বিচারপতি। তখনই তিননি জানতে চান, বিধানসভা চত্বরে কেন নিরাপত্তা দরকার তা নিয়ে। সঙ্গে এও জানতে চান, বিধানসভা চত্বরে মামলাকারীর ওপর কোনও প্রকার হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে কি না তাও এদিন জানতে চান বিচারপতি।
উল্লেখ্য, ২০২০ সালে দলবদলের আগে তৃণমূলের হেভিওয়েট নেতাদের মধ্যে একজন ছিলেন শুভেন্দুবাবু। তবে একুশের নির্বাচনের আগে পাল্টে যায় সমীকরণ। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে রাজ্য। তবে বর্তমানে কেন্দ্রীয় নিরাপত্তা পান তিনি। এবার এই কেন্দ্রীয় নিরাপত্তায় নিয়োগ করা যে সব আধাসেনা রয়েছে তাঁদের নিয়ে বিধানসভায় ঢোকার অনুমতি চান বিরোধী দলনেতা।

About Author

Advertisement