বিত্তিবাড়িতে অভিযান চালিয়ে ট্রাক্টর আটক বন বিভাগের

IMG-20250322-WA0300

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বিত্তিবাড়ি এলাকা থেকে বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল বন বিভাগের চেংমারি বিটের বনকর্মীরা। জানা গিয়েছে, এদিন বনকর্মীরা বিত্তিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ট্রাক্টরটি আটক করেন। অভিযোগ, ওই ট্রাক্টরে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু বোঝাই করে অন্যত্র পাচার করা হচ্ছিল। অভিযান চালিয়ে পাচারের ছক ভেস্তে দেয় বন বিভাগ। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাক্টরটি। স্থানীয়রা বাসিন্দারা জানান, বিত্তিবাড়ি এলাকা থেকে প্রতিদিনই অবৈধভাবে বালু পাচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। এই বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

About Author

Advertisement