বিগ বাজেটের পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে উদয়ন গুহ

Screenshot_20250826_201552_Facebook

দিনহাটা: গত কয়েক বছর ধরে দিনহাটায় একাধিক বিগ বাজেটের পুজো হয়ে আসছে। দিনহাটায় বিগ বাজেটের পুজো কমিটি গুলিকে নিয়ে সোমবার বৈঠক করল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা দুর্গাপুজো সমন্বয় কমিটির উদ্যোগে পুরসভার কনফারেন্স হলেএই বৈঠক হয় । এদিনের এই বৈঠকে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পুজো উদ্যোক্তাদের বিশু ধর। এদিন এই বৈঠকে দিনহাটায় বিগ বাজেটের পুজো কমিটিগুলির প্রস্তুতি নিয়ে আলোচনা ছাড়াও তিন অক্টোবর কার্নিভালের দিন ঠিক হয়। এছাড়াও পুজো কমিটিগুলির পক্ষ থেকে রথবাড়ি ঘাটের পরিবর্তে দিনহাটা থানার দিঘিতে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করার জন্য পুরসভার কাছে আবেদন জানান হয়। পাশাপাশি কোন পুজো মণ্ডপের উদ্বোধন কবে হবে তা নিয়েও সিদ্ধান্ত হয়। পুরসভার চেয়ারম্যান অপর্না বলেন, “পুজো উদ্যোক্তাদের বিসর্জন নিয়ে যে দাবি সেটাও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।” পুজো উদ্যোক্তাদের নিয়ে মন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে খুশি উদ্যোক্তারা। মন্ত্রী উদয়ন বলেন,”গত কয়েক বছর ধরে দিনহাটায় একাধিক বিগ বাজেটের পুজো হয়ে আসছে। এটা নতুন কিছু নয়। এ বছরও পুজো কমিটি গুলি প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”

About Author

Advertisement