বালুরঘাট হাসপাতালে শিশু চুরি করতে গিয়ে ধৃত দুই মহিলা

IMG-20251010-WA0100

বালুরঘাট: হাসপাতাল থেকে শিশু চুরি করে পালাতে গিয়ে কর্তব্যরত নার্সদের হাতে ধরা পড়লেন দুই মহিলা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় হাসপাতাল চত্ত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত দুই মহিলাকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ।জানা গিয়েছে, নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে এদিন রাতে দুই মহিলা মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে। সেখানে ঢুকে একটি সদ্যজাত শিশুকে চুরি করা পালানোর চেষ্টা করে দুই মহিলা। বিষয়টি নজরে আসতেই দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন ওয়ার্ডের নার্সরা। তারা কোথা থেকে আসলেন, কোথায় থাকেন তারা এই জিজ্ঞাসা শুরু করেন। এতজন নার্স একবারে জিজ্ঞাসা শুরু করলে ঘাবড়ে যায় ওই মহিলারা। তারা বাচ্চা ফেলে দিয়ে পালিয়ে যেতে  চাইলে কর্তব্যরতো নার্সরা ধরে ফেলেন পুলিশে খবর দেওয়া হয়, সাথে সাথে মহিলা পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় তাদের। ওই দুই মহিলার বাড়ি মালদায়, পুলিশ জানতে চেষ্টা করছে তারা এর আগেও এই ধরনের কাজ করছে বা করতো কি না। এদিকে এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে  মানুষের মনে, অন্য প্রসূতিরা জানিয়েছেন তারা এই ধরনের ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন।

About Author

Advertisement