বার্সেলোনায় রাশফোর্ডকে নিয়ে চমক

IMG-20250724-WA0091

বার্সেলোনা: ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড অবশেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় যোগ দিয়েছেন তিনি। চুক্তি ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত। স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলার স্বপ্ন এতটাই গভীর ছিল যে, বেতন কাটছাঁট করতেও দ্বিধা করেননি রাশফোর্ড। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একাডেমি থেকে উঠে আসা ২৭ বছর বয়সী রাশফোর্ডকে লামিন ইয়ামাল, রাফিনহা ও রবার্ট লেওনডস্কির পাশে আদর্শ এক সংযোজন হিসেবেই দেখছে কাতালান ক্লাবটি। চুক্তিতে রয়েছে ৩০ মিলিয়ন ইউরোতে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড স্পষ্ট করে দিয়েছিল যে তারা ধারে পাঠানোর সময় রাশফোর্ডের বেতনের কোনো অংশ বহন করবে না। তাই এই চুক্তিকে বাস্তবে রূপ দিতে ৩০ শতাংশ বেতন কম নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, বার্সায় খেলাকালীন রাশফোর্ড বছরে পাবেন প্রায় ১২ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ১৩.৮ মিলিয়ন ইউরো। প্রথম সংবাদ সম্মেলনেই বার্সেলোনায় খেলার আগ্রহটা স্পষ্ট করেন রাশফোর্ড। সাংবাদিকদের বলেন, ‘প্রয়োজনে আমি অপেক্ষা করতাম যত দিন লাগত, আমি ঠিক করেই রেখেছিলাম বার্সায় আসব।’ তিনি আরো বলেন, ‘বার্সা বিশ্ব ফুটবলের এক ঐতিহাসিক ক্লাব। ট্রফি জয়ের জন্য এটা নিখুঁত জায়গা।’

About Author

Advertisement