বারবিশার পূর্ব চকচকায় শুরু হল ১২তম বর্ষ রায়ডাক শ্রাবণী মেলা

Tarakeswar-Shrabani-Mela

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশার পূর্ব চকচকায় রায়ডাক শ্রাবণী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ, ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায়, বারবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিকচন্দ্র সাহা, সভাপতি রতনচন্দ্র পণ্ডিত সহ অন্যরা। পূর্ব চকচকা চেক পোস্ট বোলবোম সেবা কমিটির ব্যবস্থাপনায় রায়ডাক-২ নম্বর নদীর তীরে ওই মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে বাউল সঙ্গীত। উদ্যোক্তারা জানান, এবারে এই মেলা ১২ তম বর্ষে পড়ল। শ্রাবণ মাসের চারটি রবিবার রাতে এখানে মেলা অনুষ্ঠিত হবে। ভক্তদের জন্য স্নানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি থাকছে শিবের মাথায় জল ঢালার ব্যবস্থাও। মেলায় রকমারি দোকানপাট বসেছে। মেলা প্রাঙ্গণ সংলগ্ন কর্মতীর্থ প্রাঙ্গণে বসেছে মিনি মেলা। ১২তম বর্ষ মেলায় শিব ভক্তদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী পূর্ব চকচকা চেক পোস্ট বোলবোম সেবা কমিটির সদস্যরা।

About Author

Advertisement